ভারতে তৈরি হচ্ছে ২ ন্যানোমিটার প্রযুক্তির চিপ
বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে এগিয়ে থাকার জন্য বিভিন্ন দেশ স্থানীয় পর্যায়ে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে ঝুঁকছে। ভারতও এর ব্যতিক্রম হলো না। এবার ভারত ২ ন্যানোমিটার প্রযুক্তির চিপ তৈরিতে কাজ করছে। জাপানের ফুজিৎসু কোম্পানির অধীনে ভারতে থাকা গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগ এটি তৈরিতে কাজ করছে। খবর ইটি টেলিকম।
খবরে বলা হয়, ভারতীয় প্রকৌশলীরা প্রযুক্তি খাতে এগিয়ে থাকার জন্য ফুজিৎসুর সঙ্গে কাজ করছেন। ফুজিৎসু মোনাকা কোডনেমে চিপ তৈরির কাজ করা হচ্ছে।
সংশ্লিষ্টদের ধারণা, ২০২৭ সালের দিকে এটি বাজারে আসতে পারে। এ চিপটি উচ্চসক্ষমতার কম্পিউটিং (এইচপিসি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডাটা সেন্টারে ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি







